Mobile data has been deleted, please bring back this method



Smartphones are not meant to be music, pictures and videos, and smartphones now have all the data, like computers. In the meantime, many people save Google Documents or other important documents, but for some reason it has been deleted, What is Bazhraghat on the head, but no one knows that there are solutions to this problem, the Google Play Store brings some apps that are deleted. Information can be easily returned, but there are different methods, that means there will be two different methods to restore images or contacts,

So let's first take a video or picture, because it is very popular for everyone, because it is possible to recover photos via Dix Digger app. Going to Google Play Store, this application gets scanned and lost images. This app is actually a deleted defect on the iOS device. A folder is named. Where deleted photos and videos are stored. Those are in that folder for 30 days.

Now let's say message and contact- once the message is deleted, many people mourn the darling or losing dear sms, but do not worry, because the Fone Paw Android Data recovery from the Play Store and the Android Data recovery app will be downloaded. From the Play Store which can be found in the freebies. Going back there is the option to return lost items by clicking on the option

Bangla

স্মার্টফোন হাতে থাকা মানেই গান, ছবি ও ভিডিও থাকবে না এমনটা হয় না, আর স্মার্টফোন এখন কম্পিউটারের মতো সকলেরই যাবতীয় ডেটা থাকে এর মধ্যেই, গুগল ড্রাইভ বা অন্য কোথাও গুরুত্ব পূর্ন নথি সেভ করা অনেকেরই অভ্যাস, কিন্তু কোনো কারণে তা ডিলিট হয়ে যায় তাহলেই হয়েছে, মাথায় বজ্রাঘাট আর কি, কিন্তু কারোরই হয়তো জানা নেই যে এই সমস্যার সমাধানও আছে, গুগল প্লে স্টোর এমন কিছু অ্যাপ এনেছে যেখানে ডিলিট হয়ে যাওয়া তথ্য সহজেই ফিরিয়ে আনা যাবে, তবে ভিন্ন ভিন্ন পদ্ধতি আছে, মানে ছবি বা কনট্যাক্ট ফিরিয়ে আনার দুটি আলদা পদ্ধতি থাকবে,

তাহলে প্রথমে আসা যাক ভিডিও বা ছবি নিয়ে, কারণ কনট্যাক্টের থেকেও এগুলি সকলের কাছে বেশ প্রিয়, ডিক্স ডিগার অ্যাপের মাধ্যমে ফোটো রিকভার করা সম্ভব, গুগল প্লে স্টোরে গিয়ে এই অ্যাপ নামালে সেখানে স্ক্যান করে হারিয়ে যাওয়া ছবি পাওয়া যাবে আসলে iOS ডিভাইসে এই অ্যাপ একটি রিসেন্টলি ডিলিটেড নামে একটি ফোল্ডার বানিয়ে দেয়। যেখানে ডিলিট হওয়া ফোটো ও ভিডিওগুলি স্টোর হয়। যেগুলি ৩০ দিন পর্যন্ত ওই ফোল্ডারে থাকে।

এবার আসা যাক মেসেজ ও কনট্যাক্ট- একবার যদি মেসেজ ডিলিট হয়ে যায়, প্রিয়তম বা প্রিয়তমার এসএমএস হারানোর শোকে অনেকেই কাতর হয়ে পড়েন, কিন্তু চিন্তার কারণ নেই, কারণ প্লে স্টোর থেকে Fone Paw Android Data recover ও Android Data recover অ্যাপ ডাউনলোড করতে হবে। প্লে স্টোর থেকে যা ফ্রিতে পাওয়া যাবে।  সেখানে গিয়ে নির্দিষ্ট অপশন ওয়াইস ক্লিক করে হারানো বস্তু ফেরত পাওয়া যায়

Technical Majed: https://technicalmajedbd.blogspot.com/


No comments

Powered by Blogger.