This phone can buy only 455 taka


El Vivo with a great phone in the market at just 455. This special phone is named Vivo V1. A great phone with less money will easily attract customers’ attention so that it can be said.

The phone was unveiled in India on Friday.

In the smartphone era, the demand for these features still lacks in any part of the phone. Those who use the phone only to receive calls and call. This phone is absolutely ideal for them.

This phone has 1.44 inch monochrome display and alphanumeric key pad. However, there are several benefits to this phone, in addition to the option to call and receive phone calls. This special feature includes FM radio, flashlight, vibration and 650 MHz battery. There is even snake game.

In India, the cost of the phone is Rs 349, which is Tk 455 in Bangladeshi money.


বাংলায়
মাত্র ৪৫৫টাকায় বাজারে এক দুর্দান্ত ফোন নিয়ে এল ভিভো। এই বিশেষ ফোনটির নাম ভিভো ভি১। কম টাকায় এমন এক দুর্দান্ত ফোন সহজেই ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করবে যে সেটি বলাই যায়।

শুক্রবার ভারতে ফোনটির উন্মোচন করা হয়।

স্মার্টফোনের যুগেও এখনও এই সমস্ত ফিচার ফোনের চাহিদা কিন্তু কোনও অংশেই কমে যায়নি। যারা শুধুমাত্র কল রিসিভ এবং কল করার জন্য ফোন ব্যবহার করেন। তাদের জন্য একেবারে আদর্শ এই ফোনটি।

এই ফোনটিতে রয়েছে ১.৪৪ইঞ্চি মনোক্রম ডিসপ্লে এবং আলফানিউমেরিক কি প্যাড। তবে, ফোন কল করা এবং রিসিভ করার অপশন ছাড়াও এই ফোনে আরও বেশ কিছু সুবিধা রয়েছে। এই বিশেষ ফিচারের মধ্যে রয়েছে এফএম রেডিও, টর্চলাইট, ভাইব্রেটর এবং ৬৫০মেগাহার্জ ব্যাটারি। এমনকি স্নেকের গেমটিও রয়েছে।


ভারতে ফোনটির মূল্যে ৩৪৯ রুপি যা বাংলাদেশি টাকায় ৪৫৫ টাকা হয়।

No comments

Powered by Blogger.