Apple to make India's premium 'iPhone'




Apple is going to start producing 'high-end' iPhone in India in early 2013.
The US technology giant will start production of premium iPhone at Foxcon Factory in the country. Apple has been producing iPhone in this factory since 2017. In the beginning of this year, the company named after the iPhone 6S in the country started with iPhone SE.

Now Apple will produce new and more expensive iPhone like iPhone X in the new agreement with Fox - News Technology Site Verge

In recent years, the Indian government has increased the tariff on imported smartphones. And in order to encourage the manufacturers to manufacture devices in India and reduce the country's production business, the duty on imported equipment has been reduced. The idea is that Apple is focusing on the production of premium iPhone in the country.

To avoid high tariffs, Apple started producing iPhone and S6 in the country. Although the company did not achieve much success in this strategy to give the old iPhone. Now they are trying to move to the same strategy for the new iPhone.

Samsung and Xiaomi's cheap smartphones due to the expensive iPhone in the Indian market, Apple is at risk. So far, Apple's most popular phone is the iPhone 6.



Bangla--

২০১৯ সালের শুরুতে ভারতে ‘হাই-এন্ড’ মডেলের আইফোন উৎপাদন শুরু করতে যাচ্ছে অ্যাপল।

দেশটিতে ফক্সকন কারখানায় প্রিমিয়াম আইফোন উৎপাদন শুরু করবে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। ২০১৭ সাল থেকে এই কারখানায় আইফোন উৎপাদন করে আসছে অ্যাপল। আইফোন এসই দিয়ে শুরু করে চলতি বছরের প্রথম দিকে দেশটিতে আইফোন ৬এস উৎপাদনে নামে প্রতিষ্ঠানটি।

এবার ফক্সকনের সঙ্গে নতুন চুক্তিতে ভারতে আইফোন X-এর মতো নতুন এবং আরও দামি আইফোন উৎপাদন করবে অ্যাপল-- খবর প্রযুক্তি সাইট ভার্জের।

সাম্প্রতিক বছরগুলোতে আমদানিকৃত স্মার্টফোনের ওপর শুল্ক অনেক বাড়িয়েছে ভারতীয় সরকার। আর ভারতে ডিভাইস প্রস্তুত করতে নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে উৎসাহ দিতে এবং দেশটির উৎপাদন ব্যবসা বাড়ানোর লক্ষ্যে কমানো হয়েছে আমদানিকৃত যন্ত্রাংশের ওপর শুল্ক। ধারণা করা হচ্ছে একারণেই দেশটিতে প্রিমিয়াম আইফোন উৎপাদনে নজর দিচ্ছে অ্যাপল।

উচ্চ শুল্ক এড়াতে দেশটিতে আইফোন এসই এবং ৬এস উৎপাদন শুরু করে অ্যাপল। যদিও পুরানো আইফোন দিতে এই কৌশলে তেমন সাফল্য পায়নি প্রতিষ্ঠানটি। এবার নতুন আইফোনের জন্যও একই কৌশলে এগোতে চেষ্টা করছে তারা।

স্যামসাং এবং শিয়াওমির সস্তা স্মার্টফোনের কারণে ভারতীয় বাজারে দামী আইফোন নিয়ে ধুঁকতে হচ্ছে অ্যাপলকে। দেশটিতে এখন পর্যন্ত অ্যাপলের সবচেয়ে জনপ্রিয় ফোন হলো আইফোন ৬।

No comments

Powered by Blogger.